thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

বাগদাদে বিস্ফোরণে নিহত ১৮, আহত ৯০

২০১৮ জুন ০৭ ০৯:৫৫:৪৮
বাগদাদে বিস্ফোরণে নিহত ১৮, আহত ৯০

দ্য রিপোর্ট ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে এক বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৯০ জনেরও বেশি। খবর- ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

বাগদাদে বিস্ফোরণে নিহত ১৮, আহত ৯০বার্তা সংস্থাটি জানায়, বুধবার বাগদাদের সাদর শহরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একটি গাড়ি ও ভবন ধ্বংস হয়ে যায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবৃতিতে বলেন, বিস্ফোরক দ্রব্য সরানোর সময় এই বিস্ফোরণ ঘটে। এ নিয়ে তদন্ত চলছে।

পুলিশ সূত্র জানায়, একটি মসজিদে বিস্ফোরক দ্রব্য রাখা ছিল। সেগুলো গড়িতে ওঠানোর সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

এর আগে মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল দাবি করেছিল, ‘এই বিস্ফোরণ সন্ত্রাসী কর্মকাণ্ড। এতে অনেক শহীদ হয়েছেন।’

দুই পক্ষের সাংঘর্ষিক এই বক্তব্য নিয়ে এখনও কিছু জানানো হয়নি।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর