thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বেনাপোলে স্বর্ণসহ ভারতীয় আটক

২০১৮ জুন ০৮ ১৬:৪৯:৪৯
বেনাপোলে স্বর্ণসহ ভারতীয় আটক

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল চেকপোস্ট থেকে ৩৭৪ গ্রাম স্বর্ণসহ রঞ্জন সাহা নামে এক ভারতীয় যুবককে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

শুক্রবার সকাল আটটার দিকে তাকে আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্টে অভিযান চালিয়ে তার কাছ থেকে ৫টি স্বর্ণের পাত ও ১টি চুড়ি উদ্ধার করা হয়। এর মুল্য প্রায় আঠারো লাখ টাকা।

তিনি বলেন, রঞ্জন সাহা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন ঢাকার তাঁতীবাজার থেকে এই পাতগুলো কিনে অধিক মুনাফার আশায় ভারতে নিয়ে যাচ্ছিলেন। ব্যবসায়ী পরিচয় দেয়া এই ব্যক্তি গত এক বছরে বাংলাদেশে বিশ বার যাতায়াত করেছেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর