thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

২০১৮ জুন ০৮ ১৮:২০:২৪
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডিতে নির্মাণাধীন একটি ১৩তলা ভবনের ওপর থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছেন।

শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে ধানমন্ডি ৫ নম্বর রোডে সেন্ট্রাল হাসপাতালের পাশের ওই ভবন থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মনিরুল ইসলাম (৪০) ও মোখলেস (৩০)। আহত হয়েছেন আরও দুই শ্রমিক, এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

ওই ভবনের তত্ত্বাবধায়ক জামাল জানান, ভবনটির ১২ ও ১৩তলার মাঝামাঝি মাচান বেঁধে কাজ করছিলেন চার শ্রমিক। হঠাৎ মাচানটি ভেঙে তারা নিচে পড়ে যান। এদের মধ্যে তৎক্ষণাৎ দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সোয়া ৫টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে আরেকজনকে সেন্ট্রাল হাসপাতালেই ভর্তি করা হয়েছে। তার অবস্থাও গুরুতর।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, নিহত দু’জনের লাশ মর্গে রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর