thereport24.com
ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল 24, ১৬ বৈশাখ ১৪৩১,  ২০ শাওয়াল 1445

সড়কের জন্য ঈদযাত্রায় যানজট হবে না: কাদের

২০১৮ জুন ০৯ ১৫:৪৬:৫৯
সড়কের জন্য ঈদযাত্রায় যানজট হবে না: কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঈদযাত্রায় যানজট এড়াতে সড়কে সবাইকে নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

ঈদের এক সপ্তাহ আগে শনিবার ঢাকার এলেনবাড়ীতে বিআরটিএ কার্যালয়ে ঈদযাত্রা নিয়ে এক প্রস্তুতিমূলক সভায় তিনি এ আহ্বান জানান।

কাদের বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে গত কয়েকবারের তুলনায় এবার সড়ক মহাসড়কের অবস্থা ভালো। ঈদযাত্রায় যানজট হবে না। মেজর কোনো সমস্যা সড়কে হবে না, যদি নিয়ম-কানুন, শৃঙ্খলাগুলো ঠিক থাকে।’

এবার বর্ষার সময়ে ঈদের সময়ে সড়ক-মহাসড়কে যানজটের আশঙ্কা করা হচ্ছে।

বৃষ্টির কারণে ঢাকা-এলেঙ্গা মহাসড়কে ‘কিছুটা বিঘ্ন’ হতে পারে বলে স্বীকার করেন মন্ত্রী কাদের। তা কমিয়ে আনতে নানা পদক্ষেপের কথাও বলেন তিনি।

‘নির্বিঘ্নে চলাচল করার জন্য রিপেয়ারিংয়ের কাজ বন্ধ রেখেছি। এছাড়াও রাস্তায় যে সকল খোঁড়াখুঁড়ি রয়েছে, তা বন্ধ করতে নির্দেশ দিয়েছি। ঈদের পরে তা করার জন্য বলেছি।’

সড়কে নির্বিঘ্নে যান চলাচলের জন্য ‘ক্রমাগত মনিটরিং’ চালানোর কথা জানিয়ে কাদের বলেন, ‘এ নিয়ে আতঙ্ক না ছাড়ায়, জনগণ যাতে কষ্ট না পায়। আমি আশ্বস্ত করে বলছি, সঙ্কট হলে ওখানে আমি নিজেই গিয়ে দাঁড়াব।’

ঈদের সময়টাতে সড়ক পরিবহনমন্ত্রী হিসেবে নিজের ‘দুশ্চিন্তায়’ পড়ার কথাও বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

রাতের ঘুম অর্ধেক নষ্ট হয়ে গেছে, ঈদ আসলেই এ অবস্থা হয়। গতবছর ভেবেছিলাম, এ বছর আমাকে দুশ্চিন্তায় পড়তে হবে না। কিছু কিছু বিষয় আমাদের মন-মানসিকতার পরিবর্তন হওয়া দরকার, তা ঘটানো এ দেশে কঠিন। মন-মানসিকতার পরিবর্তন না হলে রাস্তার শৃঙ্খলা ফিরিয়ে আনা খুবই কঠিন।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর