thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

রাজধানীতে চোরের ছুরিকাঘাতে যুবক নিহত

২০১৮ জুন ১০ ০৯:৩৫:১৭
রাজধানীতে চোরের ছুরিকাঘাতে যুবক নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর সবুজবাগে চোরের ছুরিকাঘাতে রাহাত মিয়া (২৬) নামে এক যুককের মৃত্যু হয়েছে।

রবিবার (১০ জুন) ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

নিহত রাহাত মিয়া সবুজবাগ মাদারটেক চৌরাস্তা এলাকার বাবুল মিয়ার ছেলে।

সবুজবাগ থানার ডিউটি অফিসার সাইফুর রহমান গণমাধ্যমকে জানান, শনিবার দিবাগত রাত ১২টার দিকে মাদারটেক নতুন রাস্তা এলাকার একটি বাড়িতে চোর প্রবেশ করে। এ বিষয়টি বাসার লোকজন টের পেয়ে চোরকে ধাওয়া দেয়। এ সময় চোর রাহাতের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাৎক্ষণিক আহত রাহাতকে ঢামেকে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ১০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর