thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

যশোরে ট্রেনে পাথর নিক্ষেপের সময় কিশোর আটক

২০১৮ জুন ১০ ১০:৫১:৩০
যশোরে ট্রেনে পাথর নিক্ষেপের সময় কিশোর আটক

যশোর প্রতিনিধি : ট্রেনে পাথর নিক্ষেপের সময় যশোরের অভয়নগর উপজেলা থেকে এক কিশোরকে আটক করা হয়েছে।

শনিবার (৯ জুন) রাতে ওই উপজেলার নওয়াপাড়া রেলস্টেশনে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ করতে যাচ্ছিল সে। ট্রেনটি খুলনা থেকে ঢাকাগামী ছিল।

আটক কিশোরের বাড়ি অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামে।

যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি গতকাল রাত নয়টার দিকে নওয়াপাড়া রেলস্টেশনে এসে থামে। রাত নয়টার দিকে ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করে। ট্রেনটি চলা শুরু করা মাত্রই প্ল্যাটফর্মের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা কয়েকজন কিশোর ট্রেনে পাথর নিক্ষেপ করতে থাকে। এতে ট্রেনের কাচের জানালা ক্ষতিগ্রস্ত হয়। এ সময় তাড়া করে এক কিশোরকে ধরা হয়। তার বিরুদ্ধে খুলনা রেলওয়ে থানায় মামলা করা হবে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশোরকে কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ১০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর