thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

ভূমি প্রতিমন্ত্রীর ঝটিকা সফর, একজন বরখাস্ত

২০১৪ মার্চ ০৩ ১৮:০০:২৪
ভূমি প্রতিমন্ত্রীর ঝটিকা সফর, একজন বরখাস্ত

বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামে কাট্টলি ভূমি অফিসে ঝটিকা সফর করেছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। এ সময় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত ও দুই কর্মকর্তাকে বদলির আদেশ দেন প্রতিমন্ত্রী।

নগরীর কাট্টলী ভূমি অফিসে সোমবার দুপুরে ঝটিকা সফর করেন প্রতিমন্ত্রী।

বরখাস্ত হওয়া কর্মকর্তার নাম সফিক উদ্দিন। তিনি কাট্টলী ভূমি অফিসের উপ-ভূমি সহকারী কর্মকর্তা। মামলা নিষ্পত্তিতে কালক্ষেপণের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ ছাড়া বদলি আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন, ভূমি সহকারী কর্মকর্তা আক্কাস উদ্দিন ও উপ-ভূমি সহকারী কর্মকর্তা এ বি এম মাসুম। রাজস্বের টাকা জমা না দিয়ে রেখে দেওয়া এবং রাজস্বের অধিক টাকা বহনের অভিযোগে তাদের এ বদলির আদেশ দেওয়া হয়। একই সঙ্গে দুজনকে কারণ দর্শানোর নোটিশ দেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী সদর ও চান্দগাঁও সার্কেলের ভূমি অফিসও পরিদর্শন করেন। এ সময় ভূমি অফিসগুলোতে দালালদের দৌরাত্ম্য রোধে শীঘ্রই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম আবদুল কাদেরকে নির্দেশ দেন তিনি।

(দ্য রিপোর্ট/কেএইচ/একে/এনআই/মার্চ ০৩, ২০১৪)



পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর