thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

কে অ্যান্ড কিউয়ের সঙ্গে একীভূত হচ্ছে মাল্টিসোর্সিং লিমিটেড

২০১৮ জুন ১১ ১৩:২৫:৫২
কে অ্যান্ড কিউয়ের সঙ্গে একীভূত হচ্ছে মাল্টিসোর্সিং লিমিটেড

দ্য রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কে অ্যান্ড কিউ লিমিটেডের সঙ্গে একীভূত হচ্ছে মোবাইল ভ্যালু অ্যাডেড সার্ভিস (ভিএএস) প্রোভাইডার মাল্টিসোর্সিং লিমিটেড।

সোমবার (১১ জুন) ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, মাল্টিসোর্সিং লিমিটেড ও কে অ্যান্ড কিউ একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন ও বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদনের পর একীভূতকরণ কার্যক্রম সম্পন্ন করা হবে।

এদিকে কে অ্যান্ড কিউয়ের সম্পদ পুনঃমূল্যায়ন করা হয়েছে। মেসার্স মাহফেল হক অ্যান্ড কোং চ্যাটার্ড অ্যাকাউট্যান্ট কে অ্যান্ড কিউয়ের সম্পদ পুনঃমূল্যায়ন করেছে। ৩১ ডিসেম্বর ২০১৭ অর্থবছর পর্যন্ত এ কোম্পানির পুনঃমূল্যায়িত সম্পদের মূল্য দাঁড়িয়েছে ৫৮ কোটি ৪৭ লাখ ৯৫ হাজার ৮৭৩ টাকা। এ সম্পদের বুক ভ্যালু হচ্ছে ১৩ কোটি ৮১ লাখ ৩৪ হাজার ৭২৩ টাকা। এক্ষেত্রে কোম্পানির রিভ্যালুয়েশন সারপ্লাস দাঁড়িয়েছে ৪৪ কোটি ৬৬ লাখ ৬১ হাজার ১৫০ টাকা।

(দ্য রিপোর্ট/এনটি/ জুন ১১, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর