thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

বৈঠক শেষে রাতেই সিঙ্গাপুর ছাড়বেন ট্রাম্প

২০১৮ জুন ১১ ২১:৩০:১৬
বৈঠক শেষে রাতেই সিঙ্গাপুর ছাড়বেন ট্রাম্প

দ্য রিপোর্ট ডেস্ক: সিঙ্গাপুরে ১২ জুন মঙ্গলবার অনুষ্ঠিত হতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠক।

ট্রাম্প-কিমের বৈঠকের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। এরই মধ্যে সিঙ্গাপুরে পৌঁছেছেন ট্রাম্প-কিম।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ঐতিহাসিক বৈঠক শেষে মঙ্গলবারই সিঙ্গাপুর ছেড়ে দেশের উদ্দেশে যাত্রা শুরু করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার রাত ৮টায় সিঙ্গাপুর ত্যাগ করবেন তিনি। খবর সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেট টাইমস।

বিবৃতিতে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা প্রত্যাশার চেয়েও দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

মঙ্গলবার সিঙ্গাপুরের স্থানীয় সময় সকাল ৯টায় সান্তোসা দ্বীপের ক্যাপেলা হোটেলে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বৈঠকে উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণের বিনিময়ে অর্থনৈতিক সহায়তার ব্যাপারে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বৈঠক শেষে সিঙ্গাপুরে এক সংবাদ সম্মেলনে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট। পরে রাতে সিঙ্গাপুর ছাড়বেন তিনি। বিরল এ বৈঠকের সংবাদ সংগ্রহ করতে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় আড়াই হাজার সাংবাদিক এরই মধ্যে সিঙ্গাপুরে পৌঁছেছেন।

মঙ্গলবার ট্রাম্প-কিমের বৈঠকের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ১১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর