thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

খোয়াই নদীর পানি বিপদসীমার ১৫০ সেন্টিমিটার ওপরে

২০১৮ জুন ১৩ ০৯:৩৩:২০
খোয়াই নদীর পানি বিপদসীমার ১৫০ সেন্টিমিটার ওপরে

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার ১৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মঙ্গলবার (১২ জুন) দিবাগত মধ্য রাত থেকে নদীতে পানি বৃদ্ধি পায়।

বুধবার (১৩ জুন) সকাল ৮টায় নদীর পানি বিপদসীমার ১৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে দেখা যায়।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহিদুল ইসলাম জানান, খোয়াই নদীর উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরায় বৃষ্টিপাত হওয়ার কারণে নদী হঠাৎ করে মঙ্গলবার পানি বাড়তে থাকে। রাতে পানি বিপদসীমা ছাড়ায়।

বুধবার সকাল ৮টায় নদীর পানি বিপদসীমার ১৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খোয়াই নদীর বাংলাদেশে প্রবেশমুখে ভারতীয় কর্তৃপক্ষ গেইট খুলে দেয়ায় পানি আরও বাড়তে পারে বলে আশংকা প্রকাশ করেন তিনি।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর