thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

বিশ্বকাপের পর্দা উঠার আগেই বরখাস্ত স্পেন কোচ

২০১৮ জুন ১৩ ১৭:০৬:২৩
বিশ্বকাপের পর্দা উঠার আগেই বরখাস্ত স্পেন কোচ

দ্য রিপোর্ট ডেস্ক : রাশিয়া বিশ্বকাপে পর্দা উঠছে বৃহস্পতিবার (১৪ জুন)। তার আগে বড়সড় ধাক্কা খেলেন অ্যাসেনসিও-ইনিয়েস্তেরা। তাদের প্রধান কোচ হুলেন লোপেতেগুইকে বরখাস্ত করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।

স্পেন ফুটবলের অভিভাবক সংস্থাটির প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেস বলেন, বিশ্বকাপের মাত্র একদিন আগে এমন বড় সিদ্ধান্ত নিতে বাধ্য করলেন হুলেন। আমরা তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি। জাতীয় দলের মধ্যে সমন্বয় তৈরি করতে তিনি যে অবদান রেখেছেন, এজন্য তাকে ধন্যবাদ।

মঙ্গলবার নিজেদের পরবর্তী কোচ হিসেবে হুলেনের নাম ঘোষণা করেছে রিয়াল মাদ্রিদ। তার বরখাস্তের নেপথ্যে এটিই সম্ভাব্য কারণ। তবে সেদিকে সরাসরি আঙুল নির্দেশ করেননি আরএফইএফ কর্তা।

শোনা যাচ্ছে, আজকালের মধ্যেই জাতীয় দলের কোচ হিসেবে কাউকে নিয়োগ দেবে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। তবে এখনো কারো নাম জানানো হয়নি।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর