thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

জর্জিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

২০১৮ জুন ১৪ ১০:৩৫:৫১
জর্জিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

দ্য রিপোর্ট ডেস্ক : পদত্যাগ করলেন জর্জিয়ার প্রধানমন্ত্রী গিওর্জি ভিরিকাশভিলি।

বুধবার (১৩ জুন) তার রাজনৈতিক দলের প্রধান বিদজিনা লিয়ানিসিলির সাথে মতের অমিল হওয়ায় তিনি পদত্যাগ করেছেন। খবর- রয়টার্স, আল-জাজিরার।

জর্জিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করে গিওর্জি ভিরিকাশভিলি নিজের পদত্যাগ করার কথা জানান।

এ সময় তিনি বলেন, আমার দলীয় প্রধানের সাথে আমার কিছু মতের অমিল হয়েছে। তাই আমি আমার দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। আমার মতে এখনই সঠিক সময় তার আদেশে নতুন একটি ক্যাবিনেট গঠন করার।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে ভিরিকাশভিলি জর্জিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। তার পদত্যাগের সাথে ক্যাবিনেটের বাকি সব সদস্যও পদত্যাগ করেছে। নতুন ক্যাবিনেটের গঠন করতে হবে আগামী ৭ দিনের মধ্যে। জর্জিয়ার ক্ষমতাসীন দল ‘জর্জিয়ান ড্রিম’ নতুন একটি ক্যাবিনেট সদস্যদের তালিকা তৈরি করে প্রেসিডেন্ট গিওর্জি মার্গায়েলাশিলির কাছে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিবে।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর