thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

উদ্বোধনী ম্যাচে রাশিয়ার বিশাল জয়

২০১৮ জুন ১৪ ২২:০২:৫৭
উদ্বোধনী ম্যাচে রাশিয়ার বিশাল জয়

দ্য রিপোর্ট ডেস্ক: শক্তিশালী উইং প্লে। বক্সের বাইরে বল পেলেই দারুণ সব ক্রস। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক রাশিয়া এই দুয়ের সমন্বয়ে ৫-০ ব্যবধানে সৌদি আরবকে হারিয়েছে।

এর আগে কোনো স্বাগতিক দেশ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে হারেনি। রাশিয়াও সেই ইতিহাস টিকিয়ে রাখল।

স্বাগতিকরা এদিন ৪-২-৩-১ ফর্মেশনে দল সাজায়। সৌদি আরব মাঝমাঠে শক্তি বেশি রেখে ৪-৫-১ ফর্মেশনে যায়।

রাশিয়া নিজেদের আগের পাঁচ আন্তর্জাতিক প্রীতি ম্যাচের একটিতেও জয় পায়নি। তিনটিতে হার, দুটিতে ড্র। সৌদি আরবের সেখানে দুটিতে জয় আর তিনটিতে হার ছিল।

রাশিয়া-সৌদি আরব এর আগে একবারই একে অন্যের বিপক্ষে খেলেছে। সেটা ১৯৯৩ সালে। সেই ম্যাচে ৪-২ ব্যবধানে জিতেছিল সৌদি।

সৌদি আরবকে ৫-০ গোলে বিধ্বস্ত করার দিন দলের হয়ে দুই গোল করেছেন ডেনিস চেরিশেভ। একটি করে গোল পেয়েছেন ইউরি গাজিনিস্কি ও আরতেম জিউবা।

রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এর আগে জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠান বিশ্বকাপ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন।

নিজেদের দেশে শুরু থেকেই দাপট দেখিয়েছে রাশিয়া। বারবার শানিয়েছে ধারালো সব আক্রমণ। প্রথম গোলের দেখা পেতেও খুব বেশি অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। ১২ মিনিটের মাথায় দলকে ও এবারের বিশ্বকাপকে প্রথম গোলটি উপহার দিয়েছেন রাশিয়ার জার্সিধারী গাজিনস্কি।

কর্নার থেকে থেকে আসা দারুণ এক আক্রমণে দুর্দান্ত এক হেড করে সৌদি আরবের জালে বল জড়িয়ে দিয়েছেন এই রাশিয়ান মিডফিল্ডার। এবারের বিশ্বকাপের প্রথম গোলটি ছিল তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারেরও প্রথম গোল।

৩৬ মিনিটের মাথায় পেনাল্টির জোর আবেদন করেছিলেন রাশিয়ান ফুটবলাররা। কিন্তু রেফারি সেই আবেদনে সাড়া দেননি। প্রথমার্ধ শেষ হওয়ার কিছু সময় আগে অবশ্য দ্বিতীয় গোলটিও আদায় করে নেয় রাশিয়া।

প্রথমার্ধেই বদলি হিসেবে মাঠে নেমে চমক দেখিয়েছেন ডেনিস চেরিশেভ। সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা বল জড়িয়ে দিয়েছেন সৌদি আরবের জালে। ২৫ মিনিটের মাথায় মিডফিল্ডার অ্যালান জাওকেভের বদলে মাঠে নেমেছিলেন চেরিশেভ।

পিছিয়ে থেকে বিরতিতে যাওয়ার পর সৌদি আরব মাঠে নেমেই চালাতে থাকে মুহুর্মুহু আক্রমণ। ৫৬ মিনিটে আল দাওসারির পাস থেকে গোল করার সুযোগটা অবশ্য হাতছাড়া করেছিলেন আল সাহলাউই। তিন মিনিট পর সাহলাউইর ফ্রি-কিক থেকে আল ফারাজের হেড বল ছুঁতে পারলেও পায়নি জালের দেখা।

৬৮তম মিনিটে রাশিয়ার সামনে আবারও সুযোগ এসেছিল ব্যবধান বাড়ানোর। মিডফিল্ডার জবনিনের কিক সৌদি গোলরক্ষক আল-মাউফ ঠেকিয়ে দিলে বল চলে যায় ফাঁকায় দাঁড়ানো স্মোলভের কাছে। কিন্তু রুশ ফরোয়ার্ড করতে পারেননি লক্ষ্যভেদ।

ম্যাচের তৃতীয় গোল পেতে রাশিয়াকে অবশ্য অপেক্ষা করতে হয়নি বেশিক্ষণ। ৭২ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেই দলকে এগিয়ে নিয়েছিলেন জিউবা। ছয় ফুট পাঁচ ইঞ্চি উচ্চতার এই ফরোয়ার্ডের শক্তিশালী কিক ফেরাতে পারেনি সৌদি গোলরক্ষক।

ম্যাচের ৯০ মিনিট শেষ হয়ে চলছিল ইনজুরি টাইমের প্রথম মিনিটের খেলা। মিডফিল্ডার চেরিশেভ পূরণ করেছিলেন দলের চতুর্থ গোল। দারুণ এক দূরপাল্লার শটে ভিয়ারিয়াল তারকা ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি জড়ান প্রতিপক্ষের জালে। এর দুই মিনিট পর একদম সৌদি ডিবক্সের বাইরে থেকে ফ্রি-কিকে রাশিয়ার পঞ্চম গোলটি করেন মিডফিল্ডার গোলোভিন। ৫-০ ব্যবধান থাকতেই রেফারি বাজিয়ে দেন শুরুর ম্যাচের শেষ বাঁশি।

ঘরের মাঠে জয় দিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে বিশ্বকাপ শুরু করা রাশিয়া উঠে গেল ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে। আগামীকাল গ্রুপটির দ্বিতীয় লড়াইয়ে সন্ধ্যা ৬টায় উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে মিসর।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুন ১৪,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর