thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

ভেনেজুয়েলায় পদদলিত হয়ে ১৭ শিক্ষার্থী নিহত

২০১৮ জুন ১৭ ১২:২৬:৪০
ভেনেজুয়েলায় পদদলিত হয়ে ১৭ শিক্ষার্থী নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক: ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একটি নাইটক্লাবে আগুন আতঙ্কে পদপিষ্ট হয়ে আট শিশুসহ ১৭ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী।

শনিবার রাতে পশ্চিম কারাকাসের এল পারাওসো জেলার ক্লাব লস কটোরোস নাইটক্লাবে এ ঘটনা ঘটে। স্কুলজীবন শেষ করা শিক্ষার্থীরা গ্র্যাজুয়েশন পার্টি করছিলেন ওই ক্লাবে। মৃতদের সবার বয়স ২৩ বছরের নিচে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী নেস্টর রিভারোল জানান, নাইটক্লাবটিতে গ্রাজুয়েশন পার্টি চলছিল। তখনই নাইটক্লাবের ভেতরে আগুন ধরে যায়। এরপর হুড়োহুড়ি করে বেরোতে গিয়ে পদপিষ্ট হয়ে নিহতের ঘটনা ঘটে। নাইটক্লাবটিতে পাঁচ শতাধিক লোক ছিল। ওই নাইটক্লাবে কোনো জরুরিভাবে বের হওয়ার কোনো দরজা ছিল না। ঘটনার পর নাইটক্লাবের মালিক এবং সাতজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছেন নেস্টর রিভারোল।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর