thereport24.com
ঢাকা, শুক্রবার, ৪ জুলাই 25, ২০ আষাঢ় ১৪৩২,  ৮ মহররম 1447

আর্জেন্টিনার দশা ব্রাজিলেরও

২০১৮ জুন ১৮ ০৮:৪৬:৫৬
আর্জেন্টিনার দশা ব্রাজিলেরও

দ্য রিপোর্ট ডেস্ক : নবাগত আইসল্যান্ডের বিপক্ষে শনিবার (১৬ জুন) ড্র (১-১) নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। এবার একই দশা চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলেরও। অপেক্ষাকৃত দুর্বল সুইজারল্যান্ডের বিপক্ষে রবিবার (১৭ জুন) ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হলো সাম্বার দেশকে। তাও আবার একই ব্যবধানে, ১-১ সমতায়।

রোস্তভ অন ডনে সতর্ক শুরু করে ব্রাজিল। প্রথমে ছোট ছোট পাসে খেলে দলটি। তবে তাতেও কাজ হচ্ছিল না। পরে পাসের কিছুটা দৈর্ঘ্য বাড়ায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবার সাফল্যও আসে। ২০ মিনিটে দূরপাল্লার শটে নিশানাভেদ করে দলকে লিড এনে দেন ফিলিপে কুতিনহো।

এগিয়ে গিয়ে বেশ ছন্দময় ফুটবল উপহার দেয় ব্রাজিল। মুহূর্মহু আক্রমণে সুইজারল্যান্ডকে ঠেসে ধরেন নেইমাররা। তবে কাঙ্ক্ষিত সাফল্য আর আসেনি। এতে ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় শিরোপাপ্রত্যাশীরা।

তবে সেই স্কোরলাইন ধরে রাখতে পারেননি নেইমাররা। গোলও হজম করেন তারা। ৫০ মিনিটে তাদের জালে বল জড়ান স্টিভেন জুবার। এতে সমতায় ফেরে সুইজারল্যান্ড।

এরপর ব্যবধান বাড়াতে আপ্রাণ চেষ্টা চালিয়েছে ব্রাজিল। কিন্তু বারবারই সুইস গেটে আটকে গেছেন সেলেকাওরা। সুইজারল্যান্ডের ইস্পাত-পাথর গেট টপকাতে পারেননি তারা।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর