thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা নিহত

২০১৮ জুন ১৮ ১০:০৯:০৬
যশোরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা নিহত


যশোর প্রতিনিধি : যশোরের অভয়নগরে দু’দল মাদক ব্যবসায়ীর কথিত ‘বন্দুকযুদ্ধে’ শহীদুল ইসলাম (৩৮) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করেছে।

সোমবার (১৮ জুন) ভোরে নওয়াপাড়া পৌর এলাকার শেষপ্রান্ত চেঙ্গুটিয়ায় এই কথিত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত শহীদুল ইসলাম অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের নূর ইসলামের ছেলে।

অভয়নগর থানার ওসি শেখ গনি মিয়া গণমাধ্যমকে জানান, নওয়াপাড়া পৌর এলাকার শেষপ্রান্ত চেঙ্গুটিয়ায় দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ২ রাউন্ড গুলি ও ১২০পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা নিহতের নাম-পরিচয় শনাক্ত করে।

তিনি আরও বলেন, পুলিশ নিহত মাদক বিক্রেতার মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত শহীদুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর