thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

২০১৮ জুন ১৯ ১২:৩৫:২১
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত


দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মিন্টো রোডে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মঙ্গলবার (১৯ জুন) ভোর রাত পৌনে চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রিংকু (৩৪)।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) মোশারেফ হোসেন গণমাধ্যমকে জানান, নিহত রিংকুর বাসা রাজধানীর ওয়ারীতে। ঈদ উপলক্ষে তিনি ঘুরতে বের হয়েছিলেন। মিন্টো রোড দিয়ে যাবার সময় একটি রিকশার সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মোটরসাইকেলের গতি খুব বেশি ছিল, রিকশাটি দুভাগ হয়ে গেছে। এ ঘটনায় রিকশাচালকও আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, নিহত রিংকু ওয়ারীতে মুদি দোকানের ব্যবসা করতেন। পরিবার নিয়ে সেখানেই থাকতেন। তিনি এক সন্তানের জনক। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর