thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ডিএসইতে তালিকাভুক্তির অনুমোদন পেল বসুন্ধরা পেপার

২০১৮ জুন ১৯ ১৩:২৯:৩৭
ডিএসইতে তালিকাভুক্তির অনুমোদন পেল বসুন্ধরা পেপার

দ্য রিপোর্ট ডেস্ক : বসুন্ধরা পেপার মিলস লিমিটেডকে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ। এর ফলে এখন পুঁজিবাজারে লেনদেন শুরুর অপেক্ষায় প্রতিষ্ঠানটি।

সোমবার (১৮ জুন) বিকেলে পর্ষদের বিশেষ সভায় তালিকাভুক্তির এ অনুমোদন দেওয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন।

গত ৩০ মে রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) গুলনকশা হলে বসুন্ধরা পেপারের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদনের লটারির ড্র অনুষ্ঠিত হয়।

আইপিওতে আবেদনকারী সাধারণ, ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র এবং প্রবাসী বিনিয়োগকারীদের কোটা অনুযায়ী শেয়ার বরাদ্দের জন্য ওই ড্র হয়। এতে মোট এক কোটি চার লাখ ১৬ হাজার ৬৬৬টি শেয়ার বরাদ্দ দেওয়া হয়।

এর আগে ৩০ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত বসুন্ধরা পেপার মিলসের আইপিও’র জন্য আবেদন করেন বিনিয়োগকারীরা। এতে বসুন্ধরা গ্রুপের একটি শেয়ারের লট পেতে ৯ গুণের বেশি আবেদন জমা পড়ে।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর