thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

২০১৮ জুন ১৯ ১৩:৩১:৫০
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ জুন) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার রোকনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিলেটের জৈন্তাপুরের সইয়া এলাকার আহসান উল্লাহর ছেলে নূরুল ইসলাম (২৬) ও আব্দুর রহিমের ছেলে সবুজ আহমদ (২০)। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ দুইজনের মরদেহ উদ্ধার করেছে।

শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল চন্দ্র ভৌমিক গণমাধ্যমকে জানান, ওই দুইজন তাদের আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। সেখান থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে মঙ্গলবার সকাল ৬টার দিকে তারা মহাসড়কের রোকনপুর নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের পরিবারে খবর দেয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর