thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

দুর্ভাগ্য ইরানের

২০১৮ জুন ২১ ০২:০৩:২৮
দুর্ভাগ্য ইরানের

স্পোর্টস ডেস্ক, দ্য রিপোর্ট: দুর্দান্ত খেলেও স্পেনের কাছে এক শুন্য গোলে হেরে গেলো ইরান। এটা যেন দুর্ভাগ্য ইরানের। বল ঠেকাতে গিয়ে ডিয়েগো কোস্তার পায়ে লাগিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেয় তারা। গোল হজমের কয়েক মিনিট ব্যবধানে স্পেনের জালে বল ঢুকিয়েও গোল পেলো না ইরান । ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিতে (ভিএআর) তা বাতিল হলো। শেষ পর্যন্ত কোস্তার ওই গোলটাই ইরানের বিপক্ষে স্পেনকে এনে দিয়েছে ১-০ ব্যবধানের জয়।

পর্তুগালের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পরও স্পেনকে ৩-৩ গোলের ড্র নিয়ে ছাড়তে হয়েছিল মাঠ। অন্যদিকে মরক্কোকে প্রথম ম্যাচে হারিয়ে আত্মবিশ্বাসী হয়ে মাঠে নেমেছিল ইরান। এশিয়ার দেশটির যেখানে ছিল শেষ ষোলোর পথে বড় ধাপ ফেলার সুযোগ, সেখানে স্পেনের জন্য ছিল ঘুরে দাঁড়ানোর মিশন। কাজানের উত্তেজনাকর সেই দ্বৈরথে জয় হলো স্পেনেরই। কোস্তার লক্ষ্যভেদে ইরানকে ১-০ গোলে হারিয়ে নকআউট পর্বের পথে থাকলো ‘লা রোহারা’।

‘বি’ গ্রুপে এখন পর্তুগাল ও স্পেনের দুই দলেই সমান ৪ পয়েন্ট, গোল ব্যবধানও সমান। তৃতীয় স্থানে থাকা ইরানের পয়েন্ট ৩।

(দ্য রিপোর্ট/ টিআইএম/২০ জুন,২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর