thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ঝিনাইদহে দুই বন্ধুর লাশ উদ্ধার

২০১৮ জুন ২১ ১২:৪২:২১
ঝিনাইদহে দুই বন্ধুর লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় মাঠ থেকে দুই বন্ধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ জুন) সকালে উপজেলার ভায়না ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মাঠ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- উপজেলার ভায়না ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের দুলাল বক্সের ছেলে রিপন (২২) ও বিশারতের ছেলে আওয়াল (২১)।

হরিণাকুণ্ডু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার ভায়না ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের একটি স্কুলের পাশে একটি মাঠে লাশ দুটি পাওয়া যায়।

তিনি আরও জানান, রিপন স্থানীয় জোড়াদাহ কলেজ থেকে দুই বছর আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়। এরপর আর পড়াশুনা করেনি সে। আর আওয়াল দশম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করে এলাকায় কৃষিকাজ করত।

তারা দুই বন্ধু ছিল বলে স্থানীয়দের বরাতে এ পুলিশ কর্মকর্তা জানান।

তিনি বলেন, সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনাস্থলে দুটি কীটনাশকের বোতল এবং একটি ‘সুইসাইডাল নোট’ পাওয়া গেছে।

ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে বলে জানান ওসি।

স্থানীয়রা বলছেন, রিপন এলাকার জোড়াদহ কলেজ থেকে এবার এইচএসসি পাস করেছেন। এবং তিনি ওই কলেজ শাখা ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন। অপরজন আওয়াল কৃষিকাজ করতেন। তারা দুজন সহপাঠী হিসেবে পরিচিত এবং মাদক সেবনকারী।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ২১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর