thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

যশোদাবেনের কাছে স্বামী নরেন্দ্র মোদি ‌'ভগবান রাম'

২০১৮ জুন ২১ ১৫:০৬:২৩
যশোদাবেনের কাছে স্বামী নরেন্দ্র মোদি ‌'ভগবান রাম'

দ্য রিপোর্ট ডেস্ক ‌'‌আমার কাছে আমার স্বামী ভগবান রামের ‌মতো'‌। জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রাক্তন স্ত্রী যশোদাবেন। মধ্যপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল গুজরাটের প্রথম সারির সংবাদপত্রে বিবৃতি দিয়েছিলেন যে নরেন্দ্র মোদি অবিবাহিত। রাজ্যপালের এই বিবৃতির পরিপ্রক্ষিতেই মুখ খুললেন মোদির স্ত্রী। খবর- আজকালের।


যশোদাবেন বলেন, '‌আমি খুব অবাক হলাম আনন্দীবহেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে নরেন্দ্র ভাই বিবাহিত নন। ২০০৪ সালের লোকসভা নির্বাচনের ফর্মেই তিনি উল্লেখ করেছিলেন যে তিনি বিবাহিত এবং আমার নামও লিখেছিলেন সেখানে। একজন শিক্ষিত মহিলা কীভাবে এ ধরনের অনুচিত বিবৃতি দেন? ‌শুধু তাই নয়, তাঁর এ ধরনের মন্তব্য ভারতের প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করতে পারে। আমার কাছে নরেন্দ্র মোদি খুবই শ্রদ্ধেয় ব্যক্তি, আমার কাছে তিনি ভগবান রাম।'‌
গুজরাটের দিব্য ভাস্কর সংবাদপত্রে আনন্দীবেন প্যাটেলের খবরটি প্রথম পাতায় প্রকাশিত হয় ১৯ জুন। যশোদাবেনের ভাই অশোক মোদি বলেন, '‌আমরা ওই সংবাদপত্রের সম্পাদককে উচিত জবাব দেব। ওই সংবাদপত্রের বিরুদ্ধে আদালতে মামলা করা হবে।'‌

(দ্য রিপোর্ট/একেএমএম/ জুন ২১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর