thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

নিউ ইয়র্কে শিক্ষকরা পাচ্ছেন সন্তান প্রসবকালীন ৬ সপ্তাহের ছুটিসহ বেতন

২০১৮ জুন ২১ ১৬:৫৫:০৪
নিউ ইয়র্কে শিক্ষকরা পাচ্ছেন সন্তান প্রসবকালীন ৬ সপ্তাহের ছুটিসহ বেতন

দ্য রিপোর্ট ডেস্ক: সন্তান প্রসবকালীন ৬ সপ্তাহের ছুটিসহ বেতন পাবেন নিউ ইয়র্কের পাবলিক স্কুলের শিক্ষক-কর্মচারীরা। ২০ জুন বুধবার এই ঘোষণা দেন নিউ ইয়র্ক সিটি মেয়র বিল ডে ব্লাসিয়ো। খবর এনবিসি নিউ ইয়র্ক।

এই ঘোষণা অনুযায়ী, ৪ সেপ্টেম্বর অর্থাৎ নতুন শিক্ষা বর্ষ থেকে এই রীতি কার্যকর হবে। এই সুবিধা পাবেন ৭৯ হাজার শিক্ষকসহ স্কুলের নার্স, থেরাপিস্ট, গাইডেন্স কাউন্সেলর, অফিস-সেক্রেটারিসহ অন্যান্য কর্মচারী মিলিয়ে মোট এক লাখ ২০ হাজার জন। যেসব শিক্ষক-কর্মচারী ৬ বছরের কম বয়সী শিশু দত্তক নেবেন তারাও এ সুবিধা পাবেন।

এর আগে মেয়র, শিক্ষক সমিতি এবং স্কুল ডিস্ট্রিক্টের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

স্কুল ডিস্ট্রিক্ট সূত্রে বলা হয়েছে, বছরে ৪ হাজারের অধিক শিক্ষক-কর্মচারী পাবেন এই সুবিধা।

দেড় শতাধিক বছরের পুরনো স্কুল ডিস্ট্রিক্টে শিক্ষিকা এবং নারী কর্মচারীদের প্রসবকালীন সময়ের জন্যে বেতনসহ ছুটির কোনো বিধি ছিল না। এখন যে সব শিক্ষক-কর্মচারীর স্ত্রী অন্য পেশায় রয়েছেন এবং সন্তান প্রসব করবেন সেসব শিক্ষক-কর্মচারীরাও এ সুবিধা পাবেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ২১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর