thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

পেরুর সমর্থকদের বহনকারী বিমানে আগুন

২০১৮ জুন ২৪ ০৭:১৪:৫২
পেরুর সমর্থকদের বহনকারী বিমানে আগুন

দ্য রিপোর্ট ডেস্ক : এক সপ্তাহ আগেই বিশ্বকাপে অংশ নেওয়া সৌদি আরবের ফুটবলারদের বহন করা বিমানে আগুন ধরেছিল। এবার একই ঘটনা ঘটেছে পেরুর ক্ষেত্রে। তবে খেলোয়াড় নয়, পেরুর সমর্থকদের বহনকারী বিমানে আগুন লেগেছিল।

শনিবার (২৩ জুন) রাশিয়ার ইয়েকাতেরিনবার্গ শহর থেকে রাজধানী মস্কোতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। তবে আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

পেরুর নিউজ আউটলেট আরপিপি জানায়, পেরুর ৭০ জন বিশ্বকাপ সমর্থক নিয়ে রাশিয়ার একটি বাণিজ্যিক বিমান ইয়োকাতেরিনবার্গ থেকে মস্কোতে যায়। রানওয়েতে নামার কয়েক মিনিট আগে বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

গত ১৯ জুন আগুন ধরে যাওয়ার পর জরুরি অবতরণ করে সৌদি আরবের ফুটবল দলকে বহন করা রাশিয়া এয়ারলাইন্সের একটি বিমান। ওই ঘটনায়ও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর