thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

যশোরে শিশু নিপীড়কের যাবজ্জীবন

২০১৮ জুন ২৬ ০০:১৪:৩০
যশোরে শিশু নিপীড়কের যাবজ্জীবন


যশোর অফিস: যশোরে সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে জিহাদ আলী নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছে আদালত। যশোর সদর উপজেলার রামনগর ঘোষপাড়ার মৃত আলী হোসেনের ছেলে জিহাদ আলী । সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এর বিচারক অমিত কুমার দে এক রায়ে এ সাজা দিয়েছেন। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেছেন বিশেষ পিপি এম ইদ্রিস আলী।


মামলার অভিযোগে জানা গেছে, ২০১৭ সালের ২২ মে দুপুরে রামনগর ধোপাপাড়ার সানোয়ার হোসেনর বাড়ির ভাড়াটিয়ার শিশু মেয়েকে খুজে পাচ্ছিলনা তার মা। পরে খোজ নিয়ে জানতে পারে সে প্রতিবেশী জিহাদ আলীর পাড়িতে আছে। জিহাদ আলীর বাড়িতে যেয়ে তার মেয়ের কান্না শুনতে পায়। চিৎকার দিলে জিহাদ ঘরের দরজা খুলে দিলে মেয়ে কান্নাকাটি করতে করতে বেরিয়ে এসে তাকে ধর্ষণ করেছে বলে জানায়। গুরুতর আহত অবস্থায় শিশু মেয়ে হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে ওই শিশুর মা বাদী হয়ে জিহাদ আলীকে আসামি করে ধর্ষণের অভিযোগে মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় জিহাদ আলীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন এসআই শাহজাদী আক্তার।
পরবর্তীতে এ মামলার দীর্ঘ স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামি জিহাদ আলীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত জিহাদ আলী কারাগারে আটক আছে।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুন ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর