thereport24.com
ঢাকা, শনিবার, ১৫ মার্চ 25, ১ চৈত্র ১৪৩১,  ১৫ রমজান 1446

জাল ভোট দেওয়ায় সংঘর্ষ, ভোটগ্রহণ সাময়িক স্থগিত

২০১৮ জুন ২৬ ১২:৪৯:৩৮
জাল ভোট দেওয়ায় সংঘর্ষ, ভোটগ্রহণ সাময়িক স্থগিত

গাজীপুর প্রতিনিধি : জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে গাজীপুরের কাসেমপুরের ৫নং ওয়ার্ডের বাগবাড়ী হাক্কানিয়া ছালেহিয়া আলিম মাদ্রাসায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকের মধ্যে দফায় দফায় সংঘর্ষ। এতে ৫ জন আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত রেখেছে। কিছুক্ষণের মধ্যেই ভোটগ্রহণ শুরু হবে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৬ জুন) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার পর কাউন্সিলর প্রার্থী দবির উদ্দিন সরকার ও সোরহাব উদ্দিন সরকার প্রার্থীর লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে ।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সালাউদ্দিন জানান, কেন্দ্রের একটি কক্ষে এক কাউন্সিলর প্রার্থীর লোকজন প্রবেশ করে সিল মারার চেষ্টা করে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর কেন্দ্রের ভেতরে থাকা ভোটারসহ সবাইকে বের করে দেওয়ায় কিছু সময়ের জন্য ভোটগ্রহণ স্থগিত রয়েছে। বর্তমানে কেন্দ্রে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর