thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

এবার যৌন হয়রানির শিকার ব্রাজিলের নারী সাংবাদিক

২০১৮ জুন ২৭ ০১:০৯:৩০
এবার যৌন হয়রানির শিকার ব্রাজিলের নারী সাংবাদিক

সে সময় অপরিচিত এক ব্যক্তি তাকে যৌন হেনস্তা করার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে ওই নারী সাংবাদিক নিজেকে সরিয়ে নেন এবং ওই ব্যক্তির প্রতি রাগান্বিত হয়ে কিছু বলেন।

ওই নারী সাংবাদিক তাকে উদ্দেশ্য করে বলেন, 'এটা কি হলো। এটা আর কখনও করো না। এটা কোনো ভদ্র আচরণ না। ভুলেও কোনো নারীর সঙ্গে এমন আচরণ করো না।' পরে ক্যামেরার পেছনে সেই লোক তার কছে ক্ষমা চান। জুলিয়া এ ব্যাপারে বলেন, 'এটা দুঃখজনক। আমি খুব হতাশায় পড়ে গিয়েছিলাম। আমি বুঝিনা লোকটা কিভাবে ভাবল যে তার এটা করার অধিকার আছে।' ব্রাজিলে এমনটা কখনো হয়নি বলেও জানান তিনি।

এর আগে মিসর এবং রাশিয়ার ম্যাচ চলাকালীন এক নারী সাংবাদিক এমন ঘটনার শিকার হন। ঘটনাটি ঘটে মস্কোয়। এই দু'জনের বাইরে রাশিয়ায় কলম্বিয়া এবং সুইডেনের নারী সাংবাদিকও যৌন হয়রানির শিকার হন। কলম্বিয়ার ওই সাংবাদিক গ্লোব স্পোর্টসকে বলেন, 'বিশ্বকাপ কাভার করতে নারী সাংবাদিকদের পাঠানো নিয়ে এর আগে চার-পাঁচ পুরুষ তাকে উদ্দেশ্য করে হাসাহাসি করেন।'

( দ্য রিপোর্ট/একেএমএম/ জুন ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর