thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

'ওয়াগ'দের সময় কাটছে পার্টি, মদ আর সিগারেটে

২০১৮ জুন ২৮ ০০:১৬:৫৪
'ওয়াগ'দের সময় কাটছে পার্টি, মদ আর সিগারেটে

দ্য রিপোর্ট ডেস্ক: ইংল্যান্ড ফুটবলারদের 'ওয়াইফ অ্যান্ড গার্লফ্রেন্ড'দের ওয়াগ বলা হয়। প্রতিবার ফুটবল বিশ্বকাপ এলেই সংবাদের শিরোনামে চলে আসেন ফুটবলাদের জীবনসঙ্গীরা। কারণ ইংল্যান্ড খারাপ ফলাফল করলেই দলের হারের জন্য গণমাধ্যমগুলো ওয়াগদের দায়ী করে।

এবারের আসরে দারুণ সময় কাটাচ্ছে ইংলিশ ফুটবলাররা। প্রতি ম্যাচেই মাঠে থেকে সঙ্গীদের অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন তাদের বউ-বান্ধবীরা। ম্যাচের পর আর সময় কাটছে না তাদের। রাশিয়ার নাইট ক্লাবগুলোতে মদ, সিগারেট হাতে কাটছে তাদের সময়।

সেন্ট পিটার্সবার্গের একটি পানশালায় দেখা গেছে ইংলিশ ওয়াগদের। জেমি ভার্ডির বান্ধবী রেকেবা ভার্ডি, রাশফোর্ডের প্রেমিকা লুসিয়া লুই, হ্যারি মাগুয়েররার প্রেমিকা ফের্ন হকিংস, জ্যাক বুটল্যান্ডের বাগদত্তা অ্যানাবেলা পেটনকে মদের গ্লাস ও সিগার হাতে দেখা গেছে।

এবারের ইংল্যান্ডের ওয়াগ দলে রয়েছে কাইল ওয়াকার, নিক পোপ, গ্যারি কাহিল, জন স্টোনস, জিমি ভার্ডির বান্ধবী-প্রেমিকা।

(দ্য রিপোর্ট/একেএমএম/ জুন ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর