thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

মেক্সিকোর ব্রাজিল পরীক্ষা, সুইডেনের সুইজারল্যান্ড

২০১৮ জুন ২৮ ০২:৪৪:৩৩
মেক্সিকোর ব্রাজিল পরীক্ষা, সুইডেনের সুইজারল্যান্ড

দ্য রিপোর্ট ডেস্ক: সার্বিয়ার বিপক্ষে অনায়াস এক জয়েই মাঠ ছেড়েছে ব্রাজিল। তাতে এসেছে ‘ই’ গ্রুপের সেরার খেতাবও। ‘এফ’ গ্রুপের রানার্সআপ মেক্সিকোকে নক আউটে তাই শক্তিশালী ব্রাজিল পরীক্ষাই দিতে হচ্ছে।

সেখানে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন সুইডেনের সামনে সেরা ষোলোর পরীক্ষা ‘ই’ গ্রুপের রানার্সআপ সুইজারল্যান্ডের বিপক্ষে।

আগামী ২ জুলাই রাত ৮টায় সামারা অ্যারেনায় মুখোমুখি হবে ব্রাজিল ও মেক্সিকো। পরেরদিন ৩ জুলাই একই সময়ে সেন্ট পিটার্সবার্গে কোয়ার্টারের টিকিট পেতে লড়বে সুইডেন ও সুইজারল্যান্ড।

সুইডেন ‘এফ’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে সেরা হয়েছে। রানার্সআপ মেক্সিকোর পয়েন্টও ৬। তবে তারা গোলপার্থক্যে পিছিয়ে দুইয়ে।

গ্রুপপর্বের শেষ ম্যাচে মেক্সিকোকে ৩-০ গোলে হারানো সুইডেন ২-১ গোলে হেরেছিল গ্রুপপর্বেই ছিটকে যাওয়া জার্মানির বিপক্ষে। তবে সাউথ কোরিয়ার বিপক্ষে ১-০তে জিতেছে তারা।

সেখানে মেক্সিকো শেষ ম্যাচে সুইডেনের কাছে হারলেও সাউথ কোরিয়াকে ১-২ গোলে এবং গতবারের চ্যাম্পিয়ন জার্মানিকে ১-০ গোলে হারায়।

আর ‘ই’ গ্রুপের সেরা ব্রাজিল ১-১ গোলের ড্রতে সুইজারল্যান্ডের বিপক্ষে শুরু করে। দ্বিতীয় ম্যাচে কোস্টারিকাকে হারায় ২-০ ব্যবধানে। গ্রুপপর্বের শেষ ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে উড়িয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা।

সুইজারল্যান্ড সেখানে ১-১ গোলে ব্রাজিলকে রুখে দেয়ার পর সার্বিয়াকে হারায় ২-১ ব্যবধানে। শেষ ম্যাচে কোস্টারিকার বিপক্ষে জয় তুলতে পারেনি, ড্র ২-২এ। তাতে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ সুইসরা।

(দ্য রিপোর্ট/একেএমএম/ জুন ২৮,২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর