সুইডেন ‘এফ’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে সেরা হয়েছে। রানার্সআপ মেক্সিকোর পয়েন্টও ৬। তবে তারা গোলপার্থক্যে পিছিয়ে দুইয়ে।
গ্রুপপর্বের শেষ ম্যাচে মেক্সিকোকে ৩-০ গোলে হারানো সুইডেন ২-১ গোলে হেরেছিল গ্রুপপর্বেই ছিটকে যাওয়া জার্মানির বিপক্ষে। তবে সাউথ কোরিয়ার বিপক্ষে ১-০তে জিতেছে তারা।
সেখানে মেক্সিকো শেষ ম্যাচে সুইডেনের কাছে হারলেও সাউথ কোরিয়াকে ১-২ গোলে এবং গতবারের চ্যাম্পিয়ন জার্মানিকে ১-০ গোলে হারায়।
আর ‘ই’ গ্রুপের সেরা ব্রাজিল ১-১ গোলের ড্রতে সুইজারল্যান্ডের বিপক্ষে শুরু করে। দ্বিতীয় ম্যাচে কোস্টারিকাকে হারায় ২-০ ব্যবধানে। গ্রুপপর্বের শেষ ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে উড়িয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা।
সুইজারল্যান্ড সেখানে ১-১ গোলে ব্রাজিলকে রুখে দেয়ার পর সার্বিয়াকে হারায় ২-১ ব্যবধানে। শেষ ম্যাচে কোস্টারিকার বিপক্ষে জয় তুলতে পারেনি, ড্র ২-২এ। তাতে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ সুইসরা।
(দ্য রিপোর্ট/একেএমএম/ জুন ২৮,২০১৮)