thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১

২০১৮ জুন ২৮ ০৮:১২:৫৪
রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর কুড়িল বিশ্বরোডে এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে কামরুল ইসলাম (২৬) নামে এক পিকআপভ্যান চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ জুন) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কামরুল শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার আব্দুর রহমানের ছেলে।

পুলিশ ও নিহতের সহকারী রফিক জানান, ময়মনসিংহে ট্রিপ নামিয়ে এসে ভোরে কুড়িল বিশ্বরোডে চা খেতে নামেন চালক কামরুল। এ সময় কয়েকজন ছিনতাইকারী কামরুলকে ঘিরে ফেলে এবং তার কাছে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। কিন্তু তিনি মোবাইল ও টাকা না দিলে ছিনতাইকারীদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা কামরুলকে এলপাথাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। ঘটনা টের পেয়ে তাকে উদ্ধারে এগিয়ে গেলে সহকারী রফিকও মারধর করে ছিনতাইকারীরা।

পরে মুমূর্ষু অবস্থায় ভোর সাড়ে পাঁচটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক কামরুলকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, নিহতের লাশ ঢামেকের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। তিনি ঢাকার লালবাগ এলাকার রহমতগঞ্জের বাসিন্দা।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর