thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট 25, ২৭ শ্রাবণ ১৪৩২,  ১৭ সফর 1447

টাঙ্গাইলে ৪০ লাখ টাকার অপরিশোধিত রাবার উদ্ধার

২০১৮ জুন ২৮ ০৮:১৮:৫০
টাঙ্গাইলে ৪০ লাখ টাকার অপরিশোধিত রাবার উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত রাবার উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

বুধবার (২৭ জুন) দিনগত রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার চানপুর রাবার বাগান এলাকার আঙ্গারিয়ায় অভিযান চালায় এপিবিএন। এতে প্রায় ২০ টন রাবার উদ্ধার করা হয়।

উপজেলার চানপুর বাগান থেকে অপরিশোধিত কাঁচা রাবার অবৈধভাবে গোপনে সংগ্রহ করে বাগান এলাকার আঙ্গারিয়া গ্রামের মেম্বারবাড়ির অদূরে হলুদ ও ওষুধি বাগানের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখে দুর্বত্তরা।

ময়মনসিংহের মুক্তাগাছার-২, আর্মড পুলিশ ব্যাটালিয়ন’র অপারেশন অ্যান্ড ইন্টিলিজেন্স টিমের কর্মকর্তা (পরিদর্শক) মো. কাইয়ুমের কাছে সংবাদটি পৌঁছলে ফোর্স নিয়ে তিনি উদ্ধার অভিযান পরিচালনা করেন। এ সময় চানপুর রাবার বাগানের ব্যবস্থাপক ওলিউর রহমানও উপস্থিত ছিলেন।

অভিযানে উদ্ধার হওয়া রাবারের পরিমাণ প্রায় ২০ (বিশ) টন। যার অনুমানিক বাজার মূল্য ৪০ লাখ টাকা।

এপিবিএন’র ওসি (অপারেশন) মো. কাইয়ুম গণমাধ্যমকে জানান, অভিযানে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মামলা হওয়ার পর আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে জানানো হবে।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর