thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

ট্রাম্প-পুতিনের বৈঠকের সময়সূচি নির্ধারণে ঐকমত্য

২০১৮ জুন ২৮ ০৯:২২:৪৬
ট্রাম্প-পুতিনের বৈঠকের সময়সূচি নির্ধারণে ঐকমত্য

দ্য রিপোর্ট ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের বিষয়ে একমত হয়েছেন দুই দেশের কর্মকর্তরা। পুতিনের সঙ্গে সাক্ষাতের পর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা জন বোল্টন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান,বৃহস্পতিবার ওয়াশিংটন ও মস্কো দুই নেতার বৈঠকের সময় ও স্থান নির্ধারণ করবে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পমার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, আগামী জুলাইয়ের মাঝামাঝি সময়ে এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

বুধবার রাশিয়ার পক্ষ থেকেও আসন্ন বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি ঊষাকভ বলেছেন, দুই নেতার মধ্যে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে। তৃতীয় একটি দেশে তারা মিলিত হবেন। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এর তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।

এর আগে ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছিলেন, ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে। এতে তিনি সিরিয়া যুদ্ধ এবং ইউক্রেন পরিস্থিতি নিয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন।

একজন কূটনীতিক সিএনএন’কে জানান, ট্রাম্প প্রশাসন চেয়েছিল দুই নেতা যেন ওয়াশিংটনে মিলিত হন। কিন্তু মস্কো বরাবরই চেয়েছে, এটা যেন তৃতীয় কোনও নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হয়।

ইতোপূর্বে চলতি মাসের গোড়ার দিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ট্রাম্পের সঙ্গে তার নিয়মিত ফোনে কথা হয়। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা একযোগে কাজ করছেন। অস্ট্রিয়াভিত্তিক ওআরএফ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর