thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫৭

২০১৮ জুন ২৮ ১১:০৪:৩৮
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫৭

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৫৭ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৭ জুন) সকালে থেকে বৃহস্পতিবার সকাল (২৮ জুন) ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

জানা যায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা করা হয়েছে।

আটকের সময় তাদের কাছ থেকে ১ হাজার ১৪৩ পিস ইয়াবা ট্যাবলেট ১ কেজি ৭৬০ গ্রাম গাঁজা ও ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এরমধ্যে বুধবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত কলাবাগান থানার পান্থপথ, কাঁঠালবাগান, গ্রিন রোডের আশপাশ ও পান্থকুঞ্জ এলাকার আশপাশে বিপুলসংখ্যক পুলিশ মাদকবিরোধী অভিযান চালায়। এসময় গাঁজা ও বিভিন্ন মাদকদ্রব্যসহ ৩১ জনকে আটক করে পুলিশ।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর