thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

আইরিশদের বিপক্ষে ৪ উইকেটে জয় মেয়েদের

২০১৮ জুন ২৮ ২৩:৩২:৫৪
আইরিশদের বিপক্ষে ৪ উইকেটে জয় মেয়েদের

আইরিশদের বিপক্ষে ৪ উইকেটে জয় মেয়েদেরশেষ স্পেলে বোলিংয়ে ফেরেন ১৭তম ওভারে। এবার এক ওভারেই নেন কিম গার্থ ও আইমিয়ার রিচার্ডসনের উইকেট। নিজের শেষ ওভারের প্রথম বলে ইসাবেল জয়েসের ব্যাটের কানায় লেগে হয় বাউন্ডারি। পরের বলেই বাংলাদেশের সামনে মূল বাধা হয়ে থাকা ইসোবেলকে বোল্ড করেন ৪১ রানে। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে আয়ারল্যান্ডের মেয়েরা।

জবাবে খেলতে নেমে নিগার সুলতানারা দায়িত্বশীল ব্যাটিংয়ের ভর করে ৬ উইকেট হারিয়ে ১৩৫ তুলে জয়ের বন্দরে পৌছে যায় টাইগ্রেসরা। বাংলাদেশ মেয়েদের পক্ষে সর্বোচ্চ রান করেন নিগার সুলতানা ৪৬।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এর আগে ৪ উইকেট ছিল কেবল একজনেরই।২০১২ এশিয়া কাপে গুয়াংজুতে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ রানে ৪ উইকেট নিয়েছিলেন সালমা খাতুন।ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড রুমানা আহমেদের।২০১৩ সালেই ভারতের বিপক্ষে আহমেদাবাদে ৪ উইকেট নিয়েছিলেন ২০ রানে।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুন ২৮,২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর