thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ মে 24, ১৯ বৈশাখ ১৪৩১,  ২৩ শাওয়াল 1445

ইংল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম

২০১৮ জুন ২৯ ০৬:৫১:০৬
ইংল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম

দ্য রিপোর্ট ডেস্ক: ইংল্যান্ড পরিবর্তন করেছিল আটজনকে। বেলজিয়াম নয়জন। দ্বিতীয় সারির এই লড়াইয়ে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ ‘জি’ থেকে চ্যাম্পিয়ন হয়েছে বেলজিয়াম। দ্বিতীয় রাউন্ডে বেলজিয়ামের প্রতিপক্ষ ‘এইচ’ গ্রুপের রানার্সআপ জাপান। ইংল্যান্ড লড়বে কলম্বিয়ার বিপক্ষে।

ইংলিশরা তাদের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছিল। বেলজিয়ামের এটি টানা তৃতীয় জয়। ইংল্যান্ড একবারই গ্রুপ পর্বের সবকটি ম্যাচে জিতেছিল। সেটি ১৯৮২ সালে।

প্রথমার্ধে দুই দলের লড়াই হয়েছে প্রায় সমানে-সমান। ইংল্যান্ড ৫২ শতাংশ সময় বল দখলে রাখে। তারা পাস খেলে ২৫৫টি। সেখানে বেলজিয়াম ৪৮ শতাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি ২৩৯টি পাস খেলে।

প্রথম ৪৫ মিনিটে দুই দল হাতেগোনা কয়েকটি সুযোগ তৈরি করে। কিন্তু গোল বের করতে পারেনি।

বেলজিয়াম এগিয়ে যায় দ্বিতীয়ার্ধের ৫১তম মিনিটে। বক্সের সীমানায় ঢুকেই বা পায়ে জোরালো শট নেন আদনান জানুজাজ। দূরের পোস্ট দিয়ে বল জালে জড়িয়ে যায়।

মার্কাস রাশফোর্ড ৬৬তম মিনিটে ম্যাচের অন্যতম সহজ একটি সুযোগ নষ্ট করেন। গোলরক্ষককে একা পেয়েও বাইরে মারেন।

৭৪তম মিনিটে বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে নামেন বেলজিয়ামের ভিনসেন্ট কোম্পানি। উঠিয়ে নেয়া হয় থমাস ভের্মালানকে।

৮০তম মিনিটে বক্সের ডানকোনায় ফ্রি-কিক পায় ইংল্যান্ড। শট নিতে আসেন র‌্যাশফোর্ড। বাঁকানো শট নিয়েছিলেন। অল্পের জন্য সেটি বাইরে চলে যায়। এরপর আরও কয়েকটি সুযোগ পেলেও ইংল্যান্ড সমতায় ফিরতে পারেনি।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুন ২৯,২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর