thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ মে 24, ২৯ বৈশাখ ১৪৩১,  ৫ জিলকদ  1445

পদ্মা সেতুর পঞ্চম স্প্যান বসছে আজ

২০১৮ জুন ২৯ ১১:১০:৫১
পদ্মা সেতুর পঞ্চম স্প্যান বসছে আজ

শরীয়তপুর প্রতিনিধি : পদ্মা সেতুর কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।সেতুর পঞ্চম স্প্যান (সুপারস্ট্রাকচার) ‘৭এফ’ জাজিরা প্রান্তের ৪১ ও ৪২ নম্বর পিলারের ওপর স্থাপন করা হবে। এর মধ্য দিয়ে দৃশ্যমান হবে ৭৫০ মিটার।

শুক্রবার (২৯ জুন) সকাল থেকেই সেতুটির পঞ্চম স্প্যান বসানোর প্রস্তুতির কাজ চলছে। প্রকৌশলীরা জানিয়েছেন, দুপুর ২টা নাগাদ তারা স্প্যানটি বসানোর কাজ শুরু করতে পারবেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, ১৫০ মিটার দীর্ঘ এই স্প্যান ইতিমধ্যে শরীয়তপুরের জাজিরা প্রান্তে নেয়া হয়েছে। সেখানেই বসানো হবে স্প্যানটি। এটি জাজিরা প্রান্তের তীরের দিকের শেষ স্প্যান।

প্রস্তুতি শেষে সেতুর জাজিরা প্রান্তের ৪১ ও ৪২ নম্বর খুঁটিতে ৭এফ নম্বর স্প্যানটি বসানো হবে।

এ স্পেনটি বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতুর কাজ আরও একধাপ এগিয়ে যাবে। প্রকৌশলীরা বলেন, এর মাধ্যমে পদ্মা সেতু স্পর্শ করতে যাচ্ছে জাজিরা প্রান্তের তীর। ফলে দৃশ্যমান হচ্ছে সেতুর পৌনে এক কিলোমিটার।

সেতু কর্তৃপক্ষের দাবি, ইতোমধ্যে সেতুর ৫৫ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী বছরের মধ্যে পুরো স্প্যান বসানোর কাজ শেষ করে পদ্মা সেতু দৃশ্যমান করা হবে।

গত বছরের ২৯ সেপ্টেম্বর সেতুর প্রথম, ২৮ জানুয়ারি দ্বিতীয়, ১০ মার্চ তৃতীয় ও ১৩ এপ্রিল চতুর্থ স্প্যানটি বসানো হয়েছিল।

এ সেতুর কাজ শেষ হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে গোটা দেশের যোগাযোগব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। দেশের অর্থনৈতিতে নতুনমাত্রা যোগ হবে।

পদ্মা সেতুর দুই পাড়ে গড়ে উঠবে সিঙ্গাপুর ও হংকংয়ের আদলে বিশ্বমানের শহর। কলকারখানায় ভরে যাবে এ এলাকা।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ২৯,২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর