thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

নয়াপল্টনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

২০১৮ জুন ২৯ ১১:৩২:৪১
নয়াপল্টনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর নয়াপল্টনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রফিকুল ইসলাম (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ জুন) সকাল ৯টার দিকে নয়াপল্টন বিএনপি পার্টি অফিসের বিপরীতে একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

রফিকুল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মৃত ওয়াজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, রফিকুলের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

রফিকুলের ছোট ভাই আব্দুল জব্বার গণমাধ্যমকে জানান, দুই দিন ধরে তারা নয়াপল্টনের ওই নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। সকালে রফিকুল ক্রেনের মাধ্যমে বাকেট দিয়ে নিচ থেকে ছাদে ইট-বালু তুলছিলেন। এসময়ে বাকেট ছাদে তোলার পর হাত দিয়ে টেনে ছাদে নামানোর সময় ভার সামলাতে না পেরে বাকেটসহ তিনি নিচে পড়ে যান। গুরুতর আহতবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ২৯,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর