thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ঈদের বন্ধে সড়কে ঝরলো ৩৩৯ প্রাণ

২০১৮ জুন ২৯ ১৮:০৮:৩৭
ঈদের বন্ধে সড়কে ঝরলো ৩৩৯ প্রাণ

দ্য রিপোর্ট প্রতিবেদক : গেল ঈদুল ফিতরের বন্ধে সারাদেশে ২৭৭টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩৩৯ জন এবং আহত হয়েছেন এক হাজার ২৬৫ জন-জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

জাতীয় ও আঞ্চলিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে এই তথ্য জানা গেছে বলে উল্লেখ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চৌধুরী। রাজধানীর ঢাকা রিপোটার্স ইউনিটির মিলনায়তনে আজ (২৯ জুন) তিনি এক সংবাদ সম্মেলনে ‘ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন ২০১৮’ উপস্থাপন করেন। তিনি জানান, শুধুমাত্র ২৩ জুন সড়ক দুর্ঘটনায় ৬২ জন মারা গেছেন। তাদের মধ্যে গাইবান্ধায় মারা গেছেন ১৮ জন। “সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনায় একদিনে এতো বেশি সংখ্যক মানুষের প্রাণ গিয়েছে,” যোগ করেন মোজাম্মেল। এছাড়াও, গত ১১ জুন থেকে ২৩ জুন পর্যন্ত নদীপথে প্রাণ হারিয়েছেন অন্তত ১৮ জন প্রাণ, নিখোঁজ রয়েছেন ৫৫ জন এবং আহত হয়েছেন নয়জন। একই সময়ে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪১ জন।সড়কে লক্কড়ঝক্কড় গাড়ি; বেপরোয়া গাড়ি চালনা; মহাসড়কে তিনচাকার গাড়ি যেমন নসিমন, করিমন; রাস্তার খারাপ অবস্থা এবং নতুন ট্রিপ ধরার জন্যে চালকদের দ্রুত বাস চালানো- এসবকে দুর্ঘটনার মূল কারণ হিসেবে মনে করে সংগঠনটি। সড়ক দুর্ঘটনা কমানোর জন্যে সংগঠনটির পক্ষ থেকে কয়েকটি সুপারিশ করা হয়। সেগুলোর মধ্যে রয়েছে সড়ক রক্ষায় নিয়মিত হিসাবপরীক্ষা, ফিটনেসবিহীন গাড়ি এবং মহাসড়কে তিনচাকার নসিমন, করিমন চলাচল বন্ধ করা।
সংবাদ সম্মেলনে মানবাধিকার কর্মী সুলতানা কামাল উপস্থিত ছিলেন।
(দ্য রিপোর্ট/একেএমএম/ জুন ২৯,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর