thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

যশোরে ‌২৭ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

২০১৮ জুন ৩০ ১১:১৭:১৮
যশোরে ‌২৭ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

যশোর প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে টোকন (৩২) নামে এক চিহ্নিত সন্ত্রাসী নিহত হয়েছেন।

শনিবার (৩০ জুন) ভোর পৌনে ৪টার দিকে উপজেলার কায়েমখোলা মাঠ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

টোকন ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের আসলাম মাস্টারের ছেলে।

ঝিকরগাছা থানার ওসি (তদন্ত) আজিজুর রহমান গণমাধ্যমকে জানান, শুক্রবার রাতে কোতোয়ালি থানা পুলিশের সহযোগিতায় যশোরে তালিকাভুক্ত সন্ত্রাসী টোকনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ভোরে টোকনকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য উপজেলার কায়েমখোলা মাঠ এলাকায় গেলে টোকনের সহযোগী সন্ত্রাসীরা গুলি ও বোমা নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় মাথায় গুলিবিদ্ধ হয় টোকন। পরে তাকে যশোর ২৫০ শয্যা-বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, টোকনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র, মাদকসহ ২৭টি মামলা রয়েছে। এরমধ্যে কয়েকটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি, পাঁচটি হাতবোমা উদ্ধার করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর