thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

মালিতে গাড়ি বোমা হামলায় নিহত ৬

২০১৮ জুন ৩০ ১২:৪১:১০
মালিতে গাড়ি বোমা হামলায় নিহত ৬

দ্য রিপোর্ট ডেস্ক : মালিতে গাড়ি বোমা হামলায় দুই সেনা সদস্যসহ ছয়জন নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ জুন) আন্তর্জাতিক সন্ত্রাসবিরোধী টাস্কফোর্স-জি৫ এর মালির সদর দফতরে এ হামলা চালানো হয়। খবর- এএফপি, রয়টার্সের।

আলকায়েদার একটি গ্রুপ এ হামলার দায় স্বীকার করেছে। শুক্রবার জুমার নামাজের পর কয়েকজন হামলাকারী গাড়ি নিয়ে ওই হেডকোয়ার্টসে হামলা চালায়। পরে বন্দুকযুদ্ধে হামলাকারীরা নিহত হয়।

মালি, নাইজার, বারকিনা ফাসো, চাদ ও মৌরতানিয়ার সেনাদের নিয়ে গঠিত জি-৫ নামের ওই বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, নিহতদের মধ্যে দুইজন সেনা সদস্য ও বাকি চারজন হামলাকারী।

মালি সরকার জানিয়েছে, নিহত দুই সেনা তাদের নিজস্ব সশস্ত্র বাহিনীর সদস্য।

মালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বুবাকার দিয়ালো রয়টার্সকে বলেন, ‘হামলাকারীরা রকেট হামলা চালিয়ে ভেতরে প্রবেশ করে। পরে সেনাদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তবে সেভারি অঞ্চলের জাতিসংঘ মিশনের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওই সদর দফতরে গাড়ি বোমা হামলা চালানো হয়েছে। বন্দুকযুদ্ধের ঘটনা পরে ঘটে

এএফপির প্রতিবেদনে বলা হয়, অস্থিতিশীল মালির সাহেল এলাকায় পাঁচটি দেশ নিয়ে গঠিত টাস্কফোর্সের উপর জঙ্গিদের এটিই প্রথম হামলা। জি-৫ টাস্কফোর্সের একটি সূত্র জানায়, জুমআর নামাজের পর জাতিসংঘের পতাকার রঙের একটি গাড়ির বোমা হামলায় সিভারে অবস্থিত জি-৫ সদর দফতরের মূল ফটক গুড়িয়ে যায়।

গর্ভনর সিদি অ্যালাসেন তৌর জানিয়েছেন, এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে। তল্লাশি অভিযান সারা রাত চলবে।

বিশ্বব্যাপী বিদ্রোহী সংগঠনগুলোর কার্যক্রম নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সাইট বলেছে, আলকায়েদার মালি শাখা এই হামলার দায় স্বীকার করে বলেছে, এটি ছিল আত্মঘাতী হামলা।

মালিতে রাষ্ট্রপতি নির্বাচনের এক মাস পূর্বেই এ হামলার ঘটনা ঘটল। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এ ঘটনায় নিন্দা জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর