thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

ফ্রান্স-আর্জেন্টিনার ম্যাচ শুরু

২০১৮ জুন ৩০ ২০:২০:৪৭
ফ্রান্স-আর্জেন্টিনার ম্যাচ শুরু

দ্য রিপোর্ট ডেস্ক: কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কাজান অ্যারেনায় মুখোমুখি হয়েছে ফ্রান্স ও আর্জেন্টিনা।

শেষ ষোলোর প্রথম ম্যাচে লড়ছে দুই সাবেক চ্যাম্পিয়ন। আন্তোয়ান গ্রিয়েজমান, কিলিয়ান এমবাপে ও পল পগবাকে রেখে তারকাসমৃদ্ধ একাদশ ঘোষণা করেছে ফ্রান্স। চেলসি তারকা অলিভার জিরুদ আছেন সবার সামনে। তার সঙ্গে ডান দিকে আছেন এমবাপে, বাঁয়ে ব্লেইস মাতুইদি ও মাঝে গ্রিয়েজমান।

‘সি’ গ্রুপে ডেনমার্কের বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচে বিশ্রাম দেওয়া খেলোয়াড়দের ফিরিয়েছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম।

আর্জেন্টিনার আগের একাদশ অপরিবর্তিত রাখতে চেয়েছিলেন কোচ হোর্হে সাম্পাওলি। কিন্তু গনসালো হিগুয়েইনকে বাদ দিয়েছেন তিনি। তার বদলে একাদশে একটি পরিবর্তন এসেছে ক্রিস্তিয়ান পাভনকে রাখায়।

ফ্রান্স একাদশ: হুগো লরিস, পাভার্ড, ভারানে, উমতিতি, হার্নান্দেস, কাঁতে, পগবা, এমবাপে, গ্রিয়েজমান, মাতুইদি, জিরুদ।

আর্জেন্টিনা একাদশ: আরমানি, তাগলিয়াফিকো, রোহো, ওতামেন্দি, মেরকাদো, দি মারিয়া, বানেগা, মাসচেরানো, এনসো, পাভন, মেসি।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর