thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৪ রজব 1446

খালেদা জিয়ার সঙ্গে স্বজনরা দেখা করলেন

২০১৮ জুন ৩০ ২০:২৭:৪৮
খালেদা জিয়ার সঙ্গে স্বজনরা দেখা করলেন

দ্য রিপোর্ট প্রতিবেদক: কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তার পরিবারের সদস্যরা।

শনিবার (৩০ জুন) বিকেল ৪টা ২২ মিনিটে সাক্ষাতের জন্য তারা পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডে অবস্থিত পুরাতন কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন। পরে সাক্ষাত শেষে ৫টা ৪০ মিনিটে কারাগার থেকে বের হন।

সাক্ষাৎ করতে যাওয়া পরিবার সদস্যরা হলেন খালেদা জিয়ার বোন বেগম সেলিমা রহমান, তারেক রহমানের স্ত্রীর বড় বোন শারমিন জামান খান, ভাবি বেগম নাসরিন সাঈদ, ভাগনে ডা. মামুন ও নিকটাত্মীয় মাসুদ। তবে তারা কারাগার থেকে বের হয়ে গণমাধ্যমের সামনে কোনও কথা বলেননি।

কারাগারের একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতো। কোনও উন্নতি নেই।

দুর্নীতি দমন কমিশনের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডিত হয়ে গত ৮ই ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন খালেদা জিয়া।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর