thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

৮ বছর বয়সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র

২০১৮ জুলাই ০২ ০৮:৪১:০৪
৮ বছর বয়সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র

দ্য রিপোর্ট ডেস্ক : বেলজিয়ামের আট বছর বয়সী এক বালক মাত্র দেড় বছরেই স্কুলের পড়াশোনার পাঠ শেষ করেছে। অন্যদের যেটি শেষ করতে ছয় বছর সময় লাগে।

এখন দুইমাসের ছুটি শেষে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। খবর- বিবিসির।

তার বাবা একজন বেলজিয়ান আর মা নেদারল্যান্ডসের নাগরিক। তারা জানিয়েছেন, বুদ্ধিমত্তার পরীক্ষায় লরেন্ট সিমন্সের নম্বর উঠেছে ১৪৫।

বেলজিয়ামের আরটিবিএফ রেডিওকে দেয়া একটি সাক্ষাৎকারে লরেন্ট বলছে, তার প্রিয় বিষয় গণিত, কারণ এটি বিশাল একটি বিষয়। সেখানে পরিসংখ্যান আছে, জ্যামিতি আছে আর বীজগণিত আছে।

তার বাবা জানিয়েছেন, ছোট বেলা থেকেই লরেন্ট অন্য শিশুদের সঙ্গে মিশতে পারতো না বা খেলতে পারতো না। খেলনার প্রতিও তার কোন আগ্রহ ছিল না।

লরেন্ট জানিয়েছে, পড়াশোনা শেষ করে সে একজন সার্জন এবং নভোচারী হওয়ার কথা ভেবেছিল। কিন্তু এখন সে বরং কম্পিউটার নিয়েই কাজ করতে চায়।

তবে তার বাবা বলেছেন, ''যদি সে কালকে আবার কাঠমিস্ত্রি হতে চায়, সেটাও আমাদের জন্য কোন সমস্যা নয়। তার যা করতে ভালো লাগবে, তাতেই আমরা খুশী।''

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ০২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর