thereport24.com
ঢাকা, শুক্রবার, ৪ জুলাই 25, ২০ আষাঢ় ১৪৩২,  ৮ মহররম 1447

মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট ওব্রাডর

২০১৮ জুলাই ০২ ১১:২৩:৩৯
মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট ওব্রাডর

দ্য রিপোর্ট ডেস্ক : মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থি নেতা আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর স্পষ্ট ব্যবধানে জয়ী হতে চলেছেন।

নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, রবিবারের (১ জুলাই) ভোটাভুটির পর এক গণনায় দেখা গেছে, মেক্সিকো সিটির প্রাক্তন মেয়র ওব্রাডর প্রায় ৫৩ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন। তার প্রাপ্ত ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে দ্বিগুণেরও বেশি। খবর- বিবিসির।

আমলো ডাকনামে পরিচিতি ওব্রাডরের নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী পরাজয় মেনে নিয়েছেন।

ক্ষমতাসীন দলের প্রার্থী হোসে অ্যান্তোনিও মিডে নির্বাচনে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে তৃতীয় স্থানে রয়েছেন। তিনি পরাজয় স্বীকার করে ওব্রাডরের ‘সর্বোচ্চ সফলতা’ কামনা করেছেন।

মিডের দল ইনস্টিটিউশনাল রিভল্যুশনারি পার্টি গত ১০০ বছরের অধিকাংশ সময় মেক্সিকোতে ক্ষমতায় ছিল। তবে এবারের নির্বাচনে তাদের জনপ্রিয়তায় ব্যাপক ভাটা পড়েছে।

প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় অবস্থানে রয়েছেন রক্ষণশীল ন্যাশনাল অ্যাকশন পার্টির (প্যান) রিকার্ডো আনায়া। ওব্রাডরকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘আমি তার বিজয় মেনে নিচ্ছি। তাকে অভিনন্দন জানাচ্ছি এবং মেক্সিকোর ভালোর জন্য আমি তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।’

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ০২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর