thereport24.com
ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল 24, ১৬ বৈশাখ ১৪৩১,  ২০ শাওয়াল 1445

কোটা সংস্কারে এখনও কাজ শুরু হয়নি: মন্ত্রিপরিষদ সচিব

২০১৮ জুলাই ০২ ১৭:০৮:২৪
কোটা সংস্কারে এখনও কাজ শুরু হয়নি: মন্ত্রিপরিষদ সচিব

দ্য রিপোর্ট প্রতিবেদক: মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছেন, সরকারি চাকরিতে কোটা সংস্কার সরকারের উচ্চ পর্যায়ের বিবেচনাধীন। এটি বাস্তবায়নে সময় লাগতে পারে, কমিটি এখনও আনুষ্ঠানিক কাজ শুরু করেনি।’

সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়।

শফিউল আলম বলেন, মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে কোটার বিষয়টি নিয়ে কোনও আলোচনা হয়নি। এটা সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে সক্রিয় বিবেচনাধীন আছে। আমাদের নিচের লেভেলে এখনও ট্রাসমিটেড হয়নি।

কার্যক্রম শেষ হবার বিষয়ে নির্দিষ্ট সময়সীমা দেয়া যায় কি না, একজন সাংবাদিকের করা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন- আমাদের পক্ষে অনুমান করা কঠিন, এটা সময়সাপেক্ষ ব্যাপার।

কোটা সংস্কার নিয়ে গঠিত কমিটি এখনও কাজ শুরু করেছে কি না-আরেকজন সাংবাদিকের করা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিটি আনুষ্ঠানিকভাবে এখনও কাজ শুরু করেনি। তবে শুরু হয়ে যাবে বলে আশা করছি।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুলাই ০২, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর