thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

পপুলার ডায়াগনস্টিককে ২৫ লাখ টাকা জরিমানা

২০১৮ জুলাই ০২ ১৭:২০:৫৯
পপুলার ডায়াগনস্টিককে ২৫ লাখ টাকা জরিমানা

দ্য রিপোর্ট প্রতিবেদক: ধানমন্ডির ২ নম্বর রোডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব।

দুই বছর আগের মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট, ডেট পরিবর্তন করে ঢাকার বাইরের জেলাগুলোতে পাঠানো এবং ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগে এ জরিমানা করা হয়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জরিমানার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ২০১৭ সালেও পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। এবার এসেও আমরা অনেক অনিয়ম পেয়েছি। আমরা চেয়েছিলাম সিলগালা করতে। রোগীদের কথা ভেবে করিনি। তবে আবার যদি এসে এই রকম অভিযোগ প্রমাণ মেলে তাহলে বড় ধরনের ব্যবস্থা নেয়া হবে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুলাই ০২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর