thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

সিরিয়ায় দুই সপ্তাহে বাস্তুচ্যুত আড়াই লক্ষাধিক মানুষ

২০১৮ জুলাই ০২ ২১:৩৭:৫৭
সিরিয়ায় দুই সপ্তাহে বাস্তুচ্যুত আড়াই লক্ষাধিক মানুষ

বিদ্রোহী নিয়ন্ত্রিত এই এলাকায় দুই সপ্তাহ আগে এই অভিযান শুরু করে সরকারি বাহিনী।

রাশিয়ান বিমান হামলার সহায়তায় সিরিয়ার সরকারি বাহিনী এই অভিযান চালাচ্ছে।

রোববার বুশরা আল-শাম শহরের বিদ্রোহীরা অস্ত্র সমর্পণ ও প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসন মেনে নিতে রাজি হয়েছে বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক গ্রুপ সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দ্বন্দ্ব বৃদ্ধির পর থেকে ১৩০ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্র ও জর্দানের মধ্যস্থতায় একটি চুক্তির ভিত্তিতে প্রায় ১ বছর যাবত দেরা ও কুইট্রা তুলনামূলক শান্ত ছিলো। বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে দেশ দুটি। অন্যদিকে সরকারকে সমর্থন দিচ্ছে রাশিয়া।

গত এপ্রিলে রাজধানী দামাস্কাসের বাইরে ঘৌতা অঞ্চলে বিদ্রোহীদের পরাজিত করার পর আসাদ প্রদেশগুলোতে পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সচেষ্ট হয়েছে।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ০২,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর