thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

সরকারের সবুজ সঙ্কেতের অপেক্ষায় ইসি

২০১৩ নভেম্বর ০৮ ১৭:০৪:১৩
সরকারের সবুজ সঙ্কেতের অপেক্ষায় ইসি

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে সরকারের সবুজ সঙ্কেতের অপেক্ষায় নির্বাচন কমিশন (ইসি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফেরার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। সরকারের সবুজ সঙ্কেত পেলেই আগামী ২০ নভেম্বর তফসিল ঘোষণা করা হতে পারে। তবে সরকার ও বিরোধী দলের মধ্যে সমঝোতা হলে তফসিল ঘোষণায় কিছুটা বিলম্ব হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সংবিধান অনুযায়ী ২৮ জানুয়ারির মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো: শাহনেওয়াজ শুক্রবার দিরিপোর্ট২৪কে জানান, আমরা একটি রাজনৈতিক সমঝোতার অপেক্ষায় আছি। সমঝোতা না হলে, সংবিধানের আলোকেই আমাদের এগিয়ে যেতে হবে। নির্বাচনী তফসিল প্রসঙ্গে তিনি বলেন, নভেম্বরের শেষ সপ্তাহে নয়তো ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই তফসিল ঘোষণা করতে হবে। তবে আমরা শেষ দিন পর্যন্ত অপেক্ষা করব যাতে সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন করতে পারি। তবে এ সময়ের মধ্যে কোনো দল নির্বাচনে না এলেও আমাদের তফসিল ঘোষণা করতে হবে। কারণ সংবিধানের বাইরে যাওয়া কমিশনের পক্ষে সম্ভব নয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যে অবশ্যই দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। নতুবা নির্বাচন অনুষ্ঠানে সমস্যায় পড়তে হবে। কারণ নির্বাচনী তফসিল ঘোষণার পর প্রার্থিতা চূড়ান্ত করা হলেই ব্যালট ছাপার কাজ শুরু করতে হবে। এক্ষেত্রে অন্তত ২১ দিন সময়ের প্রয়োজন হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনী কাজ শেষ করতে হলে অবশ্যই নভেম্বরের ২৮ তারিখের মধ্যেই তফসিল ঘোষণা করতে হবে।

নির্বাচন কমিশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ কমিশন সরকারের নির্দেশ ছাড়া কোনো কাজই করতে পারছে না। সরকারের নির্দেশ পেলেই ইসি তফসিল ঘোষণা করবে। এজন্য প্রধানমন্ত্রীর শ্রীলঙ্কা সফর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তিনি বলেন, সরকারের ইচ্ছা-অনিচ্ছার ওপরই নির্ভর করছে দশম সংসদ নির্বাচন।

(দিরিপোর্ট২৪/এমএস/এমডি/নভেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর