thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

বিশ্বকাপে সর্বোচ্চ গোলস্কোর ব্রাজিলের

২০১৮ জুলাই ০৩ ০৭:৫১:৪২
বিশ্বকাপে সর্বোচ্চ গোলস্কোর ব্রাজিলের

দ্য রিপোর্ট ডেস্ক : মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ব্রাজিল। এর মধ্য দিয়ে অনন্য কীর্তি গড়েছে সেলেকাওরা। বিশ্বকাপ ইতিহাসে দলীয়ভাবে সর্বোচ্চ গোলস্কোরার এখন তারা।

বিশ্বকাপের সব আসরে অংশ নেয়া একমাত্র দল ব্রাজিল। সবমিলিয়ে ২২১টি গোল নিয়ে রাশিয়ায় পা রাখে দলটি। এরপর মেক্সিকোর বিপক্ষে ২টিসহ ৪ ম্যাচে নেইমাররা গোল করেছেন ৭টি। তাতে ফুটবলের সর্বোচ্চ আসরে তাদের দলীয় গোলসংখ্যা দাঁড়িয়েছে ২২৮টি।

এর আগে রেকর্ডটি ছিল জার্মানির দখলে। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ২২৪ গোল নিয়ে রাশিয়ায় খেলতে আসে দলটি। তবে শূন্য হাতে ফিরে যেতে হয়েছে জার্মানদের। গ্রুপ পর্বের ৩ ম্যাচে মাত্র ২টি গোল পেয়েছে তারা। সবমিলিয়ে তাদের গোলসংখ্যা দাঁড়িয়েছে ২২৬টি। এতেই ব্যাকফুটে চলে গেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে ব্রাজিল-জার্মানির চেয়ে ঢের পিছিয়ে রয়েছে পরের স্থানে থাকা দলগুলো। তৃতীয় স্থানে থাকা ইতালির গোলসংখ্যা মাত্র ১২৮। চতুর্থ স্থানে থাকা আর্জেন্টিনার গোলসংখ্যা ১৩৭। পঞ্চম স্থান অধিকারী ফ্রান্সের গোলসংখ্যা ১১৩।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর