thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

বরগুনায় পুকুরে ধরা পড়ল ১০ হাত লম্বা অজগর

২০১৮ জুলাই ০৩ ১০:৩৫:৪৯
বরগুনায় পুকুরে ধরা পড়ল ১০ হাত লম্বা অজগর

বরগুনা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের গাববাড়িয়া গ্রামের একটি বাড়ির সামনের পুকুর থেকে ১০ হাত লম্বা একটি অজগর সাপ ধরেছেনে এক সাপুড়ে।

সোমবার (২ জুলঅই) দুপুরে ওই গ্রামের ইছহাক হাওলাদারের বাড়ির পুকুর থেকে অজগর সাপটি ধরা হয়।

ইছহাক হাওলাদার গণমাধ্যমকে জানান, সোমবার দুপুরে তার পুকুরে সাপটি ভাসতে দেখে পাথরঘাটা পৌরসভার সাপুড়ে মো. দুলালকে খবর দেয়া হয়। খবর পেয়ে দুলাল ওই বাড়ির পুকুর থেকে ১০ হাত লম্বা অজগর সাপটি ধরেন।

তিনি আরও জানান, ওই সাপটি তার পুকুরের অনেক মাছ খেয়ে ফেলেছে। সাপটি ধরার পর বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাথরঘাটা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. সাইদুর রহমান আকন আরটিভি অনলাইনকে বলেন, সাপটি উদ্ধার করে বড় টেংরা বনে অবমুক্ত করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর